দূর্বার জীবন রেখা

দূর্বার জীবন রেখা

এবার আসুক ঝড় গহীন অরণ্যে
তোমার রহস্যাবৃত যৌবনে,
কল্পনার অসীম অয়নে রচিত হোক দূর্বার জীবন রেখা
এবার চুরমার হোক তোমার সম্যক আড়ষ্টতা!

বহুদিনের ঘূর্ণিত স্বপ্নমন্ডল আজ উত্তপ্ত
অতল সমুদ্রে সৃষ্ট নিম্নচাপ
সোমত্ত পূর্ণতায় ফুঁসে উঠা জলোচ্ছ্বাস
এবার দুমড়ে মুচড়ে দিক তোমার অক্ষত দ্বীপবাস
তলিয়ে দিক প্রজ্বলিত যৌবনের তীব্র তিয়াষ।

তারপর………
শান্ত সজীব নির্জনতায় আমি ওষ্ঠদ্বয় ছোঁয়াবো
অনন্ত রহস্য’পত্যকার ঐশীনিষ্ঠ দুটো স্তনে
গভীর নিশ্বাসে লুপে নেবো নিরুদ্বিগ্ন মাধুর্যতা
প্রবল বিশ্বাসে সঞ্চালিত ভালোবাসার স্তবক স্থাপন করবো
তোমার অন্তরের লুক্কায়িত ধনরাজ্যে
অপার ঐশ্বর্যে যেখানে বেচে থাকবো আমি কাল-মহাকাল।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

7 thoughts on “দূর্বার জীবন রেখা

  1. প্রবল বিশ্বাসে সঞ্চালিত ভালোবাসার স্তবক স্থাপন করবো
    তোমার অন্তরের লুক্কায়িত ধনরাজ্যে
    অপার ঐশ্বর্যে যেখানে বেচে থাকবো আমি কাল-মহাকাল।

    অভিনন্দন প্রিয় কবি দাউদুল ইসলাম স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. কঠিন সব শব্দ হলেও আপনার কবিতার ভক্ত হয়ে আছি সেই আদিকাল থেকেই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  3. অভিনন্দন কবি দাউদ ভাই। ভালোবাসায় ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. আপনার কবিতা গুলো বেশ সুন্দর হয় কবি। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।