শরাতা’ণু

(ক)
তখন মেঘ ছিলো আকাশে
বাতাসে নিশি রাতের সুবাস
বুকের আবেগে চেতনার উদ্ভাস
হর্ষ ধ্বনি তুলে;
টগবগে স্বপ্নরা ছুটেছিল দুর্মর বেগে।

(খ)
নাইটেঙ্গেলের ঠোঁটে সুরের মূর্ছনা
প্রেয়সীর ঘুম কেড়ে নিয়েছে অজানা প্রেম;
পৃথিবী ঘুমায় তখন নিঝুম ঘুমবনে
মনে প্রাণে উঠে দাবী-
একটি বার আসুক দহন অচিন প্রেমিকের চুম্বনে।

(গ)
মেঘের গর্জনে প্রকম্পিত রাত
তুমুল ঘর্ষণে পতিত বজ্রপাত
মনো উন্মাদ! বিচলিত!
ঘাত আঘাত ভেদ করে জেগে উঠে সম্মিলিত ক্ষুধা
হে বৃষ্টি নামো এবার……
একটি বারের জন্য ভুলে যাও ঋতু অঋতুর দ্বিধা!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

7 thoughts on “শরাতা’ণু

  1. শরতের অণু কবিতা পড়লাম প্রিয় স্যার মি. দাউদুল ইসলাম। শুভ শারদীয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. প্রিমিয়াম। অভিনন্দন কবি দাউদ ভাই। :) লেখা নয় আপনার উপস্থিতিও চাই। কোথায় আপনি? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shock.gif.gif

  3. আপনার কবিতা বরাবরই সুন্দর। শরাতা'ণু নাকি শরতা'ণু কোনটা সঠিক জানতে চাই। :)

  4. হে বৃষ্টি নামো এবার……
    একটি বারের জন্য ভুলে যাও ঋতু অঋতুর দ্বিধা! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।