প্রাচীন পাপ

বিষ পোড়ন যন্ত্রণা নিয়ে মাথা চড়া দিয়ে উঠে প্রাচীন পাপ
রাতভর নিদারুণ অনুতাপে পুড়তে থাকি, বেহিসাব আবেগ
যার নিষ্পাপ বুক বেয়ে তোমার স্বপ্ন’রা ছুঁইয়েছিল আমার প্রাণ;
যেই স্বপ্নের আবহে হৃদয় আমার সাজিয়েছিল অমর্ত্য উদ্যান-
সেই বিশ্বাসের নির্মম ইন্তেকালে ফুসে উঠেছে প্রলয় নির্বাণ!

জীবন বৃন্তের চারদিকে মৃত্যুর ফুঁৎকার
নিভৃত শোকে রুদ্ধশ্বাস কবি আর কবিতার!

প্রাচীন পাপ // দা উ দু ল ই স লা ম ।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “প্রাচীন পাপ

মন্তব্য প্রধান বন্ধ আছে।