মাঘী পূর্ণিমার অপেক্ষায় আছি
হাড় কাঁপা হিমে
জ্যোৎস্না গলা কুয়াশার আড়ালে
তোমায় নিয়ে যাবো ওমের সন্ধানে।
হে নিসিন্দা নারী
আঁধারের বাঁধ ভেঙ্গে আলোর উষ্ণ অঙ্গে
এবার আমাকে ঠাঁই দাও রঙের তুলি সমেত,
বুকের সুডোলে আগলের ঝাঁপ তুলে দাও
বৃন্তের নীলে অংকিত হোক শতাব্দীর জলছবি।
মাঘী পূর্ণিমার ঐশ্বরিক রূপে সমৃদ্ধ নদী
শীতল জলে স্নান করে যদি জব্দ হয়ে পড়ি
যদি স্তব্ধ হয় শরীরে প্রভাবিত রক্ত, নাড়ী
কিংবা দুর্মর কম্পনে রুদ্ধ হয় বাক শক্তি
তুমি অবাক হয়ে দেখো
তোমার একটি চুম্বনে আমি হবো মর্মরিত
মহিমান্বিত আলিঙ্গনে জাগাবো বিশুদ্ধ উষ্ণতা
প্রাণের স্পন্দনে প্রলুব্ধ যৌনতায় বিকশিত হবে নব জীবন!
তুমি এসো তখন ,মাঘের শীতে
হিম শঙ্কিত পায়রা যখন বাক হারা সঙ্গিন অভাবে
যখন পৃথিবী ডুবে থাকবে হিমাঙ্কের তলে
যখন তুষারপাত লজ্জা পাবে শিতের কবলে।
বুকের সুডোলে আগলের ঝাঁপ তুলে দাও
বৃন্তের নীলে অংকিত হোক শতাব্দীর জলছবি।
যেন মাঘী পূর্ণিমার ঐশ্বরিক রূপে সমৃদ্ধ এক নদী। অভিনন্দন স্যার। মুগ্ধতা।
তোমার একটি চুম্বনে আমি হবো মর্মরিত
মহিমান্বিত আলিঙ্গনে জাগাবো বিশুদ্ধ উষ্ণতা
প্রাণের স্পন্দনে প্রলুব্ধ যৌনতায় বিকশিত হবে নব জীবন!
নতুন করে যেন আপনার কবিতার পরশ পাচ্ছি কবি দাউদুল ইসলাম ভাই।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা। শুভ সকাল।
ভালোবাসাময় ভালোবাসা কবি দাউদ ভাই।