হৃদয় গলে বেরিয়ে আসা প্রাণের স্পন্দন
তুমি বললে অশ্রু
আগুনের খোলা চিতা হতে নির্গত আত্মা
তুমি বললে দীর্ঘশ্বাস!
একবার ও চোখে চোখ রেখে দেখলেনা
বহমান নদীর নির্বাক ঢেউ……
.
।। দাউদুল ইসলাম ।।
হৃদয় গলে বেরিয়ে আসা প্রাণের স্পন্দন
তুমি বললে অশ্রু
আগুনের খোলা চিতা হতে নির্গত আত্মা
তুমি বললে দীর্ঘশ্বাস!
একবার ও চোখে চোখ রেখে দেখলেনা
বহমান নদীর নির্বাক ঢেউ……
.
।। দাউদুল ইসলাম ।।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ভালো থাকবেন এই প্রত্যাশা প্রিয় স্যার কবি দাউদুল ইসলাম।
সুন্দর কবিতা। অভিনন্দন কবি।
সুন্দর কবি দাউদ ভাই।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
প্রাণঢালা ভালোবাসা।