পারছিনা -কিছুই হচ্ছেনা

নাহ!
হচ্ছে না,
কিছুই হচ্ছেনা, মন প্রাণ জীবন দিয়েও না
রক্তে ঘেমে জল
আকণ্ঠ পান
তিয়াস মিটছে না, অন্তর পুড়ে অনল
মনে জমে ছাই, উৎকণ্ঠা- হতবিহবল;
চোখের নিকটে ভুকা মুখ
চাইনা আর- সাধ্য সংকটে থাকুক
সরলের দৃষ্টি
পবিত্র মিষ্টি, প্রাণের গরলে
তোলে ঝড়- তীক্ষ্ণ নখের আঁচড়;
কণ্টক নয়… কণ্টক নয়
চরণ তলে অভাগার ধূসর হাড়গোড় করে কড়মড়!
এই যে মাটি- আদিম ভিটে
মন পোড়া মানুষের পাঁজরে রয়েছে লেপটে;
এই জল
ঘটি- বাটি
ধু ধু রুক্ষ স্বর, জীর্ণ করোটি
লুটানো স্তন;
বিদীর্ণ বৃক্ষের রোদন
হক মাওলা!
ইয়া রব… ইয়া রব…জপ কীর্তন!
অন্ধ সায়াহ্ন
নীড় শূন্য হাহাকার
থামছে না কান্না- নিকষ মৌনতার;
পারছি কই সইতে-
অথবা প্রাণ খুলে কইতে,
সেতারার জ্বল জ্বলে চোখ
আমাকেই করতে হয়- ভোগ
নির্মম উপহাস- বিপুলা দুর্যোগ!
গৃহ
নিগৃহ অভিন্ন শোক- নিরীহ আত্মায়,
ভালবাসি সবার হাসি মুখ, যদিও
পারছি না কিছুই
কিছুই হচ্ছেনা অসম বিরহ কান্তায়…

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

3 thoughts on “পারছিনা -কিছুই হচ্ছেনা

  1. তারপরও কবিতায় অভিনন্দন শুভেচ্ছা প্রিয় কবিবরেষু দাউদুল ইসলাম স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. হতাশার গান? 

    পজেটিভ কবির লেখায়। 

    কি আর করা আজতো নেগেটিভে স্বস্তি।   

মন্তব্য প্রধান বন্ধ আছে।