খুঁজে দেখোনি
অথচ
আমি ছিলাম তোমারই কাজলা দীঘির জলে
যেখানে নিত্য আগুন জ্বেলে – নিজেকে পরখ করে দেখতাম-
দেখতাম জলের অতলে ধিকি ধিকি আগুন
কিছুটা ক্ষুধা, কিছুটা উদাম… নি:শেষে
জীবন আমাকে বরণ করলোনা- মানুষের খোলসে…
3 thoughts on “খুঁজে দেখোনি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অসাধারণ
ভীষণ ভালো লাগলো।
অনন্য এবং অনবদ্য একটি কবিতা উপহার দিয়েছেন প্রিয় কবি দাউদুল ইসলাম।
অনেক অনুপ্রাণিত কবি দা