নিঃশ্বাসের সুবাস হতে দে

সাথে থাকতে দে, অবাধে
হাত হাত রাখতে দে
কাঁদতে দে আমাকে অশ্রু জলে ভিজতে দে
পুড়তে দে আমাকে, তোর আব্রুর চোখে ভাসতে দে
বুকের দরিয়ায় ডুবতে দে, উত্তাল তরঙ্গে মিশতে দে
বন্ধু, তোর দিলের মখমলে আমার দিলের আশ্রয় দে
অনলের উত্তাপে চাপা বুকের নিঃশ্বাস নিতে দে-

ভালবাসার ওয়াস্তে স্বপ্নের আবাদ করতে দে
নয়ন কান্তে সুখ দুখের স্বপন বুনতে দে
তোর পাশে থাকতে দে, হাতে হাত রাখতে দে;
কাঁদতে দে আমাকে বুকের দরিয়ায় তুলিসনে ঝড়,
আপন বাহুতে বেঁধে রাখ তুই শুনতে পাবি আত্মার ধড়পড়!

চাঁদের সান্নিধ্যে জোছনাদের ইচ্ছের লুটোপুটি করতে দে
চোখের সান্নিধ্যে কাজল রেখা ফুটতে দে, প্রাণের তাগিদে
তোর নিঃশ্বাসের সুবাস হতে দে
হাতে হাত রাখতে দে, জীবনের অন্তিম সহচর হতে দে
প্রাণের উৎস ছুঁতে দে আমাকে মৃগ কস্তূরীনাভ গন্ধে ডুবতে দে;
অমর্ত্য আকাশে একটি নীল প্রজাপতি উড়তে দে, অনন্ত উচ্ছ্বাসে
চিৎকার করে বলতে দে ভালোবাসি ভালোবাসি……
নীল সমুদ্রের জলরাশি তোর বুকের শাঁখে খুঁজতে দে ।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “নিঃশ্বাসের সুবাস হতে দে

  1. লিখাটিতে সম্বোধন সহজিয়ায় একদম নিজের বলে মনে হয়। আবৃতি উপযোগী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।