নিঃশ্বাসের উত্তাপে হৃদয় বিগলিত উম্মুল সন্তাপ
আদিম হিংস্রতায় বাস্তবতার প্রজ্বলিত রক্ত চক্ষু
জীবনের সিথানে জাত বিজাতের বুভুক্ষু হীনন্মন্যতা ;
প্রাণের নিগৃহীত অণুজীব কষ্ট ক্লেদ মেখে ফিরে আসে
আড়ালের নিন্দুক বার বার হেসে উঠে কটাক্ষে,
মানুষের জগতে মানুষের ভালোবাসা বড় অসহায়!
ফুট ফুটে আলোর ধারায় ফেরে রণপ্রভাতের স্বপ্নরা
পরম বিশ্বাসে পৃথিবীর সকল শৃঙ্খল ছিন্ন করে
ঝর্নার ছন্দে আত্মচেতনায় অনুভব করে পুরুষালী তেজ
উঠে দাঁড়ায় কবি-
হাত বাড়ায় দেবীর পাণে……
অধুনা সভ্যতার তীব্র টানাপোড়নের ধর্ম উপেক্ষা করে
মুখোমুখি হয় প্রজ্বলিত সূর্যের-
সত্যের দুর্জয় নেশায় উদ্দীপ্ত প্রেমের পঞ্জি-ভুত স্বপ্ন!
স্বদৃশ্য স্ফুটনে আকাশের বুক চিরে নামে আনন্দলোক
দেবী ও কবি আবদ্ধ অবিমৃষ্য আলিঙ্গনে, শিশির আবর্ত
রণ-বিম্ব পরিশুদ্ধ চেতনায় উজ্জ্বল, নবারুণ আশীর্বাদে।
.
💠 প্রকাশিত কাব্য গ্রন্থ ” দেবী ও কবি” থেকে…
দেবী ও কবি গ্রন্থ ধারাবাহিকের প্রত্যেকটি কবিতা অসাধারণ।
অভিনন্দন এবং ভালোবাসা রাখি সব সময় প্রিয় স্যার।
অসাধারণ লাগলো। এক নিশ্বাসে পড়ে ফেললাম।
কবির জন্য শুভকামনা।