তুমি উড়ে যাও
ভেসে যাও, নতুবা হারিয়ে যাও বিহঙ্গের মুক্ত ডানায়
আমি বাঁশরীর সুর তুলে
কবিতার মাদলে,
দ্যুতির্ময় পবিত্র সকালে হাজির হবো সম্মুখ তোমার।
1 thought on “অণুকবিতা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
তুমি উড়ে যাও
ভেসে যাও, নতুবা হারিয়ে যাও বিহঙ্গের মুক্ত ডানায়
আমি বাঁশরীর সুর তুলে
কবিতার মাদলে,
দ্যুতির্ময় পবিত্র সকালে হাজির হবো সম্মুখ তোমার।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সংক্ষিপ্ত কবিতায় একরাশ শুভকামনা প্রিয় কবি স্যার দাউদুল ইসলাম।