পতিত ধারা

24985

ধারা পতিত হয়
পতনশীল ফোঁটা…নির্ঝর
আবেগে
আমার চোখকে অব্যাহতি দিয়ে
আগুন খুঁজে উর্বর.. জ্বালানী
কর্ষিত মেঘে
যেন পতনের জন্যে অবিরাম বিসর্জন;
রাগে- অনুরাগে মোহন সুখচর…

জানি-
আমার সঙ্গে তোমার কথা ফুরিয়ে গেছে
অনেক আগে

মনের ব্যথা মনে রয়ে গেছে –
আধার দরিয়া উত্তাল….অতলে শঙ্খ নাচে
পতনের ছন্দে… শ্রান্তির প্রতিটি ফোটায়।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “পতিত ধারা

  1. মনের ব্যথা মনে রয়ে গেছে –
    আধার দরিয়া উত্তাল….অতলে শঙ্খ নাচে
    পতনের ছন্দে… শ্রান্তির প্রতিটি ফোটায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।