শিশির খুঁজে উত্তাপ

250663

শিশির খুঁজে উত্তাপ
খুঁজে খুঁজে বুঝে যায় যুবতী মনের সন্তাপ!
উদাসী মনে গুন গুন গানে নিমগ্ন সুরকার,
ছন্দ হারা অন্তর জানে গোপন চুম্বনের হাহাকার।
বুকের অন্দরে প্রভাতী বেলার দীপ্ত অঙ্গীকার
নয়নে তার স্বপ্ন আঁকা, কবেকার সুপ্ত অহংকার;
বারে বারে ডেকে আনে প্রলয়ের অন্ধকার।

আজ যে পুণ্যবতী অপ্সরা মেনকার রূপ গুনে
ভোরের শিশির জানে, পুড়েছে সে রাবণের নয়নে!
সাধ্য কি তার? সেই আগুন নেভাবার……

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “শিশির খুঁজে উত্তাপ

  1. আজ যে পুণ্যবতী অপ্সরা মেনকার রূপ গুনে
    ভোরের শিশির জানে, পুড়েছে সে রাবণের নয়নে!
    সাধ্য কি তার? সেই আগুন নেভাবার… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।