শিশির খুঁজে উত্তাপ
খুঁজে খুঁজে বুঝে যায় যুবতী মনের সন্তাপ!
উদাসী মনে গুন গুন গানে নিমগ্ন সুরকার,
ছন্দ হারা অন্তর জানে গোপন চুম্বনের হাহাকার।
বুকের অন্দরে প্রভাতী বেলার দীপ্ত অঙ্গীকার
নয়নে তার স্বপ্ন আঁকা, কবেকার সুপ্ত অহংকার;
বারে বারে ডেকে আনে প্রলয়ের অন্ধকার।
আজ যে পুণ্যবতী অপ্সরা মেনকার রূপ গুনে
ভোরের শিশির জানে, পুড়েছে সে রাবণের নয়নে!
সাধ্য কি তার? সেই আগুন নেভাবার……
আজ যে পুণ্যবতী অপ্সরা মেনকার রূপ গুনে
ভোরের শিশির জানে, পুড়েছে সে রাবণের নয়নে!
সাধ্য কি তার? সেই আগুন নেভাবার…
বাহ! অসাধারণ!