বুক ডুবাতে ইচ্ছে করছে নোনা জলে
বিষম অসুখ ভরা বুক
কতকাল আর রাখবো আগলে
ভগ্নহৃদয়… ক্লেদাক্ত মুখ!
দূর… বহুদূরে
উড়ে যেতে ইচ্ছে করছে প্রিয় নীলাচলে
প্রগাঢ় কুহেলিকার পাঁজরে
গুণগুণ করা বাতাসের মুখোমুখি দাড়িয়ে
ইচ্ছে করছে এলোমেলো হই
তোমার ঘনকালো সুগন্ধি চুলে!..
ইচ্ছে করছে
ডুবে যাই জোছনা মাখা সাগরে
চোখের পাতায় স্বপ্ন এঁকে
ঘুমিয়ে যাই মুক্তো থাকা ঝিনুকের বুকে!…
1 thought on “কুহেলিকার পাঁজরে”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ডুবে যাই জোছনা মাখা সাগরে
চোখের পাতায় স্বপ্ন এঁকে
ঘুমিয়ে যাই মুক্তো থাকা ঝিনুকের বুকে!