সজাগ কষ্ট

2749353

কষ্ট নিজে জেগে থাকে, আর
জাগিয়ে রাখে আমার চারদিকের জগত
অদৃষ্ট
বীভৎস শীৎকার।
জাগিয়ে রাখে অবলুপ্ত আবেগ
আদি রাগ
বিষণ্ণ মেঘের পিষ্টে সুপ্ত বহ্নিহার!…
জেগে থাকে একটি সুষম প্রভাতের অপেক্ষা…,
জাগিয়ে রাখে আতপ্ত চাঁদ,
সোনালি আভার বুকে সূক্ষ্ম উষ্ণতা, দূর্বার আঘাত।
যেই ব্যথার তীব্রতা ছুঁইয়ে গেছে খরস্রোতা নদীর বাঁক,
বিভূঁইয়ে স্বপ্নের মত শুনিয়ে গেছে অলীক কবিতা…
কষ্টরা গেঁথে আছে সেই স্মৃতি জাগানিয়া স্বরে
জেগে আছে নিশুতি রাত মদিরা অভিসারে।
সেই কবেকার জোয়ারে ভেঙ্গে গেছে বাঁধ,…
ভেসে গেছে রুধির উদ্যান
সবুজ মাঠ
হাসনাহেনার ঘ্রাণ
আর
আমার বুকে রেখে গেছে দহন লীলা
চোখে কৃষ্ণসার শিলা পাথর
আড়ষ্ট শিল্পের নির্বাক মৌনতা!…

সেই থেকে জেগে আছে কষ্ট!
মৃত্যুর সংকল্প
ভয়াবহ নৃশংসতা!…

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “সজাগ কষ্ট

  1. জাগিয়ে রাখে অবলুপ্ত আবেগ
    আদি রাগ
    বিষণ্ণ মেঘের পিষ্টে সুপ্ত বহ্নিহার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।