কবিতা ও প্রত্যয়

কবিতা আনবে মানবতা
কবিতাই রুখে দেবে
সাম্প্রদায়িকতা…

বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা সবাই কে…🌷🌷

FB_IMG_1647893360832

শত শতাব্দীর স্মৃতির মত প্রাণের কোঠরে আঁকড়ে রাখি জীবন বাক্য
হৃদয়গ্রাহী শব্দের নৈবদ্য, যৌবনের আধিক্য স্মর লুকিয়ে রাখি-
অজস্র কবিতার ভেতর; অক্ষরের পর অক্ষর সাজিয়ে আঁকি প্রত্যক্ষ স্বপন
শব্দের পাশে শব্দ স্থাপন করে গড়ে তুলি একান্ত সাম্রাজ্য… নিভৃত জীবন।
দিন -রাত এক করে ডুবে থাকি যেই অতল গহ্বরে
বসন্তের দাবী ছেড়ে বিগত জীবন কেটে গেছে কবিতার ঘোরে …..
জানতে পারতে যদি-
কোন এক নির্লিপ্ত প্রহরে পৃথিবীর পাঁজরে প্রবিষ্ট হতে হতে
তোমাদের অগোচরে বয়ে চলছে পৃথিবীর সবচেয়ে তীব্র খরস্রোতা নদী!
অথচ, আমি কোন জাত কবি নই; যদিও
চেতনার মর্মরে একটি অধরা সত্ত্বা ক্রমাগত খচ খচ করে চলে
কখনো বর্ণ মালার আদলে- কখনো পল্লবিত ছন্দের তালে, কখনো বা নীরব অশ্রু জলে…
আমার কবিতারা পড়ে থাকে মলাট বাধা ডায়েরীর পাতায়
পড়ে থাকে বেনামী ফুলের মত নৈশব্দের প্রান্তরে…
এই কবিতারাই একদিন জেগে উঠবে… দুরন্ত হয়ে ছুটবে
এই কবিতারাই একদিন পৌঁছে যাবে বাংলা একাডেমীর প্রাঙ্গণে, টি এস সি’র চত্বরে
পৌঁছে যাবে একুশের প্রভাত ফেরীর দীর্ঘ স্রোতে, আবৃত্তির মঞ্চে
শ্লোগান হয়ে মিশে যাবে তারুণ্যের কণ্ঠে, জড়ো প্রপাতে…
পৌঁছে যাবে লাঙ্গলে -জোয়ালে; কৃষকের হাতে ঘামের জোয়ারে
অভাগা জীবনের ক্রন্দন থামাতে একদিন এরাই হবে স্পন্দন;
শিশুর ঘুম, কিশোরের রুমঝুম… এই কবিতারাই হবে যৌবনের অগ্নিহার!
প্রেমের সঙ্গোপনে, খুনসুটি আলাপনে
রাগে- অনুরাগ , মান -অভিমানে কবিতাই ভাঙবে সমস্ত জড়তা;
জ্ঞানে বিজ্ঞানে সত্যের অবগাহনে –
ধর্মান্ধতা কাটিয়ে এই কবিতারাই রুখে দেবে সমস্ত সাম্প্রদায়িকতা।

.
কবিতা ও প্রত্যয় // দাউদুল ইসলাম

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “কবিতা ও প্রত্যয়

  1. রাগে- অনুরাগ , মান -অভিমানে কবিতাই ভাঙবে সমস্ত জড়তা;
    জ্ঞানে বিজ্ঞানে সত্যের অবগাহনে –
    ধর্মান্ধতা কাটিয়ে এই কবিতারাই রুখে দেবে সমস্ত সাম্প্রদায়িকতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।