মৃতরা যখন বাঁচতে শিখে

images-55

তুমি বেঁচে আছো সুখ বাহারে
দহন শেষে
মরেছি আমি অকথ্য অন্ধকারে।

এবং
দুঃখ আমাকে ঢেকে ফেলেছে
ধোঁয়া উঠা শীতে…কুয়াশার চাদরে।

আমরা দুজন কতকাল একসঙ্গে ছিলাম?
যতক্ষণ সময়ে
বড়জোর একটা পরিতৃপ্ত নিদ্রা ভোগ করা যায়!

এখন আবার
তেঁতে উঠেছে তোমার সঙ্গ ভুক!..
আমি ফিরবো না আলোর প্রহেলিকায়;
মৃতরা যখন বাঁচতে শিখে যায়
তখন আক্ষরিক হয়ে উঠে তাবত যতিচিহ্ন!…

দাউদুল ইসলাম
১৫/২/২২

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “মৃতরা যখন বাঁচতে শিখে

  1. আমি ফিরবো না আলোর প্রহেলিকায়;
    মৃতরা যখন বাঁচতে শিখে যায়
    তখন আক্ষরিক হয়ে উঠে তাবত যতিচিহ্ন! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।