এই বৈশাখে

277

এই বৈশাখে
হেসে উঠুক প্রাণের বাংলা
লাল সবুজের বুকে
আপন মহিমায়
জ্বলে উঠুক প্রাগৈতিহাসিক প্রদীপ;
পিঞ্জিরার মণিকোঠা…

সুরম্য প্রাসাদ ভেদ করে উঠে আসুক প্রাচীন বাংলা
নতুন ধানের ম ম গন্ধ.. বাহারী পিঠা!..
নাচুক নন্দ
তুমুল আনন্দ.. মৃদুমন্দ দুপুর
নাচুক ঘুঙুর
চির চঞ্চল কিশোরীর আলতা রাঙা দুর্মর চরণ!..

উঠুক ঝড়
ঝাকড়া চুলের তুমুল দোলায় জমুক বাউল আসর..
এই বৈশাখে
ফিরুক জারি সারি ভাটিয়ালী চেতনার অনিমিখে
ঢাকের ঝংকারে ভাঙুক ঘুম
ভুলেছি-
যে মায়ের মুখ..চির নির্মল আঁচল ছায়া.. মমতা নিখাদ!

ভুলেছি চির সবুজ গাঁয়ের বুকে করাল দুপুর
দুর্দম কিশোর দলের লাফঝাঁপ..চঞ্চল পুকুর
ভুলেছি
পান্তা ভাতের স্বাদ
ঘামে জবুথবু কৃষাণীর টগবগে রূপ,
রাখালিয়ার বাশির সুর!…

এই বৈশাখে
আসুক ফিরে হারানো বাংলার হাজারো রূপ
বাহারী সাজে সাজুক বাংলা,
জাগুক প্রেম… প্রীতি নৈবেদ্য.. চিরন্তন মধুপ!…

১৪.৪.২০২২
পহেলা বৈশাখ ১৪২৯

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “এই বৈশাখে

  1. এই বৈশাখে
    আসুক ফিরে হারানো বাংলার হাজারো রূপ
    বাহারী সাজে সাজুক বাংলা,https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif
    জাগুক প্রেম… প্রীতি নৈবেদ্য.. চিরন্তন মধুপ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।