সূতো কাটা ঘুড়ি

03hjj

এই সেই একমুঠো বিষণ্ন রোদ
যা আকাশ নিতে পারেনি বুকে,
দিগন্ত জোড়া শূন‍্যে ফেলে দিয়েছে —-
রোদ এখন উল্টো সূতো কাটা ঘুড়ি হয়ে উড়ে গেছে
নগ্ন আকাশে।

দূরের সমুদ্র বুকে ভেসে গেছে সঘন মেঘ
একদিন সন্ধ্যেবেলা মেঘের মন খারাপ ছিল ভীষণ
মেঘে মেঘে ঢাকা ছিল সুদূরের শালবন,
আসেপাশের বনফুল তখন ফুলের মতন —
শুধু তুমি বলছ না একটি কথাও
বৈশাখের মাতাল বিকেল কৃষ্ণচূড়ায় রঙিন হল ;
তুমি দু’, হাতের দশ নখে অকারণে দূর্বা ঘাস ছিঁড়ছ ,
ঘাস ও ব‍্যথা পায় মনে
মৃত সমুদ্র মেয়ে !

বিশ কোটি বছর একগ্লাস রাত খেয়ে বেঁচে আছ
কেমন করে পার তুমি বলো?
চৈত্র দিনে তোমার দুঃখ ভরা চোখ ছুঁয়েছে অশ্রু মেঘ;
বুনোহাঁস দল বেঁধে নেমেছিল সমুদ্র জলে
অথচ মেঘ বৃষ্টিতে পাখির চোখ ভিঁজেছে !

এখানেই শেষ নয়, আরও আছে
যা ইচ্ছে বলুক লোকে —
এক চোখে নেমেছে আঁধার
দুই ঠোঁট মৃত,
পলক পড়ে না অন্য চোখে
তুমি মৃত; প্রতিনিয়ত কষ্টের কথা বলেছিলে,
তুমিই মৃত এক সমুদ্র মেয়ে।

3 thoughts on “সূতো কাটা ঘুড়ি

  1. যা ইচ্ছে বলুক লোকে –
    এক চোখে নেমেছে আঁধার
    দুই ঠোঁট মৃত,
    পলক পড়ে না অন্য চোখে
    তুমি মৃত; প্রতিনিয়ত কষ্টের কথা বলেছিলে,
    তুমিই মৃত এক সমুদ্র মেয়ে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।