মর্ম যাতনার সমস্ত ক্লেদ ভেদ করে
একবার দীর্ঘশ্বাস ছাড়ো!..
তারপর
বোধের জঠরে নামতে দাও লহরীত ধারা…
ছুঁয়ে যেতে দাও বহুকালের মৃত ঝর্ণা, বিলুপ্ত নদীর মন;
এখানে মৌন থাকো তুমি… হে সাধের জীবন।
1 thought on “সাধের জীবন কবিতাংশ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
মর্ম যাতনার সমস্ত ক্লেদ ভেদ করে
একবার দীর্ঘশ্বাস ছাড়ো!..
তারপর
বোধের জঠরে নামতে দাও লহরীত ধারা…
ছুঁয়ে যেতে দাও বহুকালের মৃত ঝর্ণা, বিলুপ্ত নদীর মন;
এখানে মৌন থাকো তুমি… হে সাধের জীবন।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বোধের জঠরে নামতে দাও লহরীত ধারা…
ছুঁয়ে যেতে দাও বহুকালের মৃত ঝর্ণা, বিলুপ্ত নদীর মন;
এখানে মৌন থাকো তুমি… হে সাধের জীবন।