সাধের জীবন কবিতাংশ

295

মর্ম যাতনার সমস্ত ক্লেদ ভেদ করে
একবার দীর্ঘশ্বাস ছাড়ো!..
তারপর
বোধের জঠরে নামতে দাও লহরীত ধারা…
ছুঁয়ে যেতে দাও বহুকালের মৃত ঝর্ণা, বিলুপ্ত নদীর মন;
এখানে মৌন থাকো তুমি… হে সাধের জীবন।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “সাধের জীবন কবিতাংশ

  1. বোধের জঠরে নামতে দাও লহরীত ধারা…
    ছুঁয়ে যেতে দাও বহুকালের মৃত ঝর্ণা, বিলুপ্ত নদীর মন;
    এখানে মৌন থাকো তুমি… হে সাধের জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।