টোকা

295

নিরেট প্রদীপ রেখা
ছুঁয়ে
যায়
ধ্রুপদী মুখ
চোখের কোটরে জমে থাকা
শীতল সুখ
ছুঁয়ে যায়…
সংগুপ্ত উত্তাপ…ঘর্মার্ত বুক…
নীলকণ্ঠী রাত
নিপাট অন্ধকার
মৃদু হাওয়া
খেলা করে সুগন্ধ মোহন চুলে…

গ্রীবার উপর আমার তপ্ত নিশ্বাস-
আচমকা ! বাঁধ ভাঙ্গা জোয়ার…
তোমার
রুদ্ধ
কপাটে পড়ে…
টোকা !…

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “টোকা

  1. গ্রীবার উপর আমার তপ্ত নিশ্বাস-
    আচমকা ! বাঁধ ভাঙ্গা জোয়ার…
    তোমার রুদ্ধ কপাটে পড়ে… টোকা ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. চমৎকার এক ভাবনার ছোঁয়া কবি দা

মন্তব্য প্রধান বন্ধ আছে।