মা (১৫)

অতঃপর দিন শেষে গল্পের থালাগুলো তুলে রেখে দিতেন মা
তারপর
বিকাল
সন্ধ্যা
রাত
পেরিয়ে ভোর!
গল্পের থালাগুলো নামানোর মতো আর কোন মানুষ নেই!
মা
আমার
নিজেই
গল্প হয়ে
আছেন জীবনে।

2 thoughts on “মা (১৫)

  1. অতঃপর দিন শেষে গল্পের থালাগুলো তুলে রেখে দিতেন মা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. এভাবেই গল্প এভাবেই শেষ

    তবুও বিনম্র শ্রদ্ধায় থাকেন মা—————

মন্তব্য প্রধান বন্ধ আছে।