মালবাহী ট্রাক

আজ সন্ধ্যায়-মালবাহী ট্রাক-বিলাশবহুল পথ ধরে
তোমার শহরে যাবে। প্রতিদিন-সবুজপাতার বর্ণনায়
-মোড়ানো একটা বাক্য-অপেক্ষা। এই ধার করা শব্দ
বয়ে বেড়ানো যায় না। মুছে যায় অনুভব, ক্ষণে-ক্ষণে
এটুকু বুঝতেই প্রেমকামী হাত, শেকড় মেলিয়ে দেয়-
যত্নে রাখার মতো প্রাপক ঠিকানা, তুমি। এখানে-
পরোটা স্যাকানোর মতো দোঁ-আঁশ বাষ্প উড়ে আসে
মাছেদের গায়ে, জলের টিপসই বাকলে-এসব দেখতে
দেখতে আজকাল ফুটপাথের ম্যানহোল রেলিংয়ে-
একপায়ে কেমন জানি দাঁড়িয়ে যায়-ফুটওভার ব্রীজ-
হাইকোর্টের সব অনুতাপ, নিরপরাধ অভিযোগগুলো
আর চুড়িওয়ালাদের বিকিকিনি দোকানঘর-কুয়াশা
জড়ায়-স্থির প্রলেপে এমন কিছুর সমস্ত দিন। অদূরের-
শহর ঘুমায়নি। জিনিশগুলো স্বপ্নে ভাসে। যে কোনো
বিনিদ্র রাত এলে-দূরের লাল বাড়িটার আশপাশে
জ্যোৎস্নার প্রটোকলে-রোদ, কাঠবাদামের বন পুষছিল
একটানা রাত্রি পোড়ানো বনপাড়ার রেস্টুরেন্ট, এখানে
গলে পড়া দাঁড়ি-কমা শেষে রোদটুকু বরং চেনাজানা
প্রেম, মায়ার গন্ধ, গাড়িঘোড়াদের-আলো, আর কোনো সন্তানকামী
মেয়ের যৌবনে প্রথম অঙ্কুর, হাঁসের মাংস-
খেতে চাওয়া একদিন বিষাক্ত ঘৃণা পার হয়ে-জীবন।

টিপু সুলতান সম্পর্কে

টিপু সুলতান লেখক নামঃ আদি সানম ১২ অক্টোবর ১৯৮৬ কেশবপুর, যশোর। বাংলাদেশ। জীবন বৃত্তান্ত; লিকলিকে স্বচ্ছ ক্যানভাস নদীর শরীরে উপচে পড়া প্রেমালিকার ঢেউ, স্রোতস্বিনী কল্লোলঃ প্রথম বার্তা,সবুজ আফ্রোদি উদ্দ্যানে গানের বাঁশিতে সংগীত শোনায়- লেবুগাছ ঘ্রাণ-আলাজ শরবত আমার পূর্ণানন্দ, নক্ষত্র-পৃথিবীপৃষ্ঠ হৃদয়বীণা রোদে পোড়া সখিনার রক্ত,শাদা দুধের মা; কালোত্তীর্ণ সন্তান আমি তাঁর শেষ অনন্দটুকুর ছায়ানট- মানুষ হয়ে ওঠা প্রবাদ ও সংলাপ। ★ প্রথম কাব্যগ্রন্থঃ গৃহ কারাগার।২০১৭ ইং। নৃ প্রকাশন,ঢাকা। প্রচ্ছদঃ কাব্য কারিম। ★ যৌথ কাব্যগ্রন্থ থেকে জাতীয় ম্যাগাজিন,লিটল ম্যাগ, পোর্টাল, জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ব্লগে টুকিটাক লেখালেখি। প্রিয় বাক্যঃ আমি ভালো আছি, তুমি...

1 thought on “মালবাহী ট্রাক

  1. এক নিঃশ্বাসে পড়বার মতো কবিতা উপহার। অভিনন্দন কবি মি. টিপু সুলতান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।