মগ্নধ্যানে অমৃতের নিশিভোগ
জ্যোৎস্নার উঠোনে হাওয়াইনূপুর কলতান
মদিরা পূর্ণ সম্ভোগে
ছুঁয়ে যায় দ্রবীভূত রাগ নৃত্য মুদ্রায়… অন্তরাত্মায়!..
বাল্মিকীর ঠোঁটে নির্বাণ তৃপ্তি
পথের বাঁকে চেয়ে থাকি নতুন দিনের আগমনে
এই তো
আজানের ধ্বনি মধুময় বার্তা দিয়ে গেলো
দেরী করা উচিত নয়!…
কৃতজ্ঞের শির নত করো মহা মহিমের চরণে।
দেরী করা উচিত নয়!…
কৃতজ্ঞের শির নত করো মহা মহিমের চরণে।