অতঃপর তোমায় ছোঁব

পউষের সন্ধ্যা নিবিড় অন্ধকার,
শিরীষের ডালে দেখেছি শিঙের
মতন বাঁকা চাঁদ
নক্ষত্র পথে।

ফাল্গুনী রাত্রে কুয়াশার পাখনায়
শব্দহীন পায়ে, জোনাক দীপ জ্বেলে
বিলুপ্ত নগরীর পথে
হেঁটেছো তুমি।

বসন্ত দিনে সুগন্ধী ঘাসফুল কিংবা;
পলাশ বনে, দেখেছি তোমায় সেইখানে
যূথির শুভ্র পালকে
রোজ ঝরতে।

অতঃপর একদিন স্পর্শসুখে লেখা হবে
শুধু একবার তোমাকে ছোঁব হাতের মুঠোয়;
তারপর কেটে যাবে
সহস্র জীবন।

2 thoughts on “অতঃপর তোমায় ছোঁব

  1. অতঃপর একদিন স্পর্শসুখে লেখা হবে
    শুধু একবার তোমাকে ছোঁব হাতের মুঠোয়;
    তারপর কেটে যাবে
    সহস্র জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।