নৈবেদ্য বিলাস

3049

ভুলে যাই
দমের পরতে পরতে তলিয়ে দিই উদ্বেগ
হারিয়ে যেতে দিই স্বপ্ন, বিপুলা আবেগ
দূরে বহুদূরে
সীমানা ছাড়ায়ে উড়িয়ে দিই দৃষ্টি
নামিয়ে আনি
মেঘের গভীরে লুকানো বৃষ্টি!…

প্রাণের উদ্যানে সবুজ মখমল
পুস্পিতার শিথান
নিঝুম মস্তকে
এঁকেবেকে বয়ে চলে নদী
কলকল ধ্বনি…
শুনি
পরিযায়ীর গান, নৃত্য মুখর ধ্যানী মুনি
তলাচ্ছি
ঝড়াচ্ছি
সুরের লহরে
ছন্দের জঠরে….
বিমোহিত ঘূর্ণিপাক রূপোলী হাতছানি!…

আহ….. প… র…মা..
আহ.. উৎসের উৎস নিরুপমা ঝর্ণা
তারও উর্ধ্বে
না তারও গভীরে
ডুব সাঁতারের ইতিহাস
উৎসের উৎসে রয়েছি মিশে
সেটাই আমার আদি নিবাস।

শেকড়ে আমি
শিখরে আমি
শান্ত সকালে কুয়াশা বিলাস,
দহনে আমি
নিপুণে আমি
উজ্জ্বল দিনের শৌর্য নির্যাস,
আমি রণবীর
আমিই হিমাদ্রীর
গভীর ঘুমার্চ্ছন্ন তৃপ্ত পিয়াস।

আলোর অভিসারে
বুনছি নৈবেদ্য মালা
তাহার জন্য গুনছি প্রহর বিশুদ্ধ লীলা
তাহার পাণে বাড়াচ্ছি হাত
একবিন্দু কৃপার আশায় জাগছি অনন্ত রাত!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “নৈবেদ্য বিলাস

  1. তাহার জন্য গুনছি প্রহর বিশুদ্ধ লীলা
    তাহার পাণে বাড়াচ্ছি হাত
    একবিন্দু কৃপার আশায় জাগছি অনন্ত রাত! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।