খন্ড কবিতা

309

ছাই চাপা বুকের কপাট খুলে- দ্যাখো
ফুলের নাম করে চেয়ে গেছে হেমলক, সংক্রমিত বিষ
এভাবে আরো কিছু ঘা, অসংগতি, রক্তঘাতি শাপ
মরণের আহ্বানে গলিত পাথর- হিমবাহের স্রোত
বইছে অশ্রু-নদী শতদ্রু…

তাপসীরে…
অলীক সাধনের রাত পোহালে
আসিস শুদ্ধ স্নানে! নইলে
রক্ত গমনে আত্মা’রা সাক্ষী হয়ে ফুটবে
সংরক্ষিত বাগানে…

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “খন্ড কবিতা

  1. অলীক সাধনের রাত পোহালে
    আসিস শুদ্ধ স্নানে! নইলে
    রক্ত গমনে আত্মা’রা সাক্ষী হয়ে ফুটবে
    সংরক্ষিত বাগানে… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।