সত্য-টাই চরম মিথ্যা

3103

এখানে কোন আড়াল রেখোনা
অথবা
ধর্মের দেয়াল!..
কেউ তো আড়াল চায়নি
দ্যাখো নক্ষত্রের ছায়া
শিউলির ঘ্রাণ
কিংবা দেখতে পারো বৃষ্টি
সকাল
সূর্যস্নান
শুদ্ধ ধরা
এরা কেউই
তথাকথিত বিভাজন সৃষ্টি করেনি
কেউইনা!..

আমরাই মুর্খ
রুক্ষ্ম দেমাক আর-
সীমাহীন সীমাবদ্ধতা নিয়ে
মুখে ফেনা তুলি ধর্ম বয়ানে!

অথচ
কেউ কখনো খুঁজে দেখেনি আত্মার আলো
বর্ণিত সত্য!
সত্যকে জানা অব্দি
সত্য-টাই চরম মিথ্যার মত কুঁকড়ে থাকে
আসলে কে কাকে ডাকে
কে কাকে দ্যাখে
সত্য অনুধাবনের পর
মানুষের কেবল-
বোবা হবার যোগ্যতা অবশিষ্ট থাকে!..

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “সত্য-টাই চরম মিথ্যা

  1. আমরাই মুর্খ
    রুক্ষ্ম দেমাক আর-
    সীমাহীন সীমাবদ্ধতা নিয়ে
    মুখে ফেনা তুলি ধর্ম বয়ানে! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।