মেঘের সাথে, মুহুর্তের সাথে

প্রতিদিন একজন মেঘভিক্ষুকের সাথে আমার
দেখা হয়। প্রতিরাতে আমাদের ডেরায় উঠে আসে
চাঁদগল্পের ছায়া। আমি চাষাবাদ জানি। তাই –
সাজিয়ে রাখি স্তরে স্তরে বিনীত কাশমৌসুম।
মেঘের সাথে মানুষের সম্পর্ক নতুন নয়। বরং
মুহুর্তের মহিমায় ডুবে থাকে যে জীবন;
সে’ ই লিখতে পারে অনন্ত উৎসের উপাখ্যান।
মেঘ তখন সেই জীবনকে দ্যুতি দিতে প্রহরীর মত দাঁড়িয়ে থাকে।

1 thought on “মেঘের সাথে, মুহুর্তের সাথে

  1. মুহুর্তের মহিমায় ডুবে থাকে যে জীবন;
    সে’ ই লিখতে পারে অনন্ত উৎসের উপাখ্যান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।