পরমা উত্তাপ

300

তীর ভাঙ্গা আর্তনাদ শুনে
কস্তুরী প্রাচীর ঢেউর অভিমুখে মেলে ধরে বুক
কর্তৃত্ব রুখে দেয়ার মত-সে এক বিপ্লবী চেতনা
জলের শৃঙ্খলে হানা দেয়া এক অসীম তৃপ্তি, সুখ…

অথচ; যতক্ষণ জল ততক্ষণ সমুদ্র
ততক্ষণই তার শিল্প-অস্তিত্ব!
কে না জানে- ভাঙনে পরিধি বাড়ে, কখনো দূরত্বও
ওপারে…পলি মন্থনের উৎসব
নির্জন ধ্যানে বালির প্রাসাদে ডিমে তা দেয় জননী কচ্ছপ!

সন্ধ্যার পাঁজরে জোনাকির কলরব
জড়তাহীন চুম্বন- প্রদীপ্ত পল্লব
তাড়া খাওয়া জল ফড়িঙেরা ব্যস্ত শিল্প রক্ষার চন্দ্রিমা পূজায়
গহ্বরে……অজস্র শঙ্খের সঙ্গম- ক্রিয়া কলাপ
বিচলিত চাঁদ- শৈলপ্রপাত; মেঘের আগলে পরমা উত্তাপ
যুগল কবিতার মত মহেন্দ্র সংলাপ, অনুপম সুধা
ক্ষুধা-পিয়াস ভুলে শিকারি মৎস্য
নির্জন প্রবালের খাঁচে-খোঁজে মৌ-মিত উৎস!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “পরমা উত্তাপ

  1. অনুপম সুধা
    ক্ষুধা-পিয়াস ভুলে শিকারি মৎস্য
    নির্জন প্রবালের খাঁচে-খোঁজে মৌ-মিত উৎস! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।