চন্দ্রিমা রাত, বিবর্ণ প্রান্তর ছুঁয়ে
কুয়াশাস্নাত বন হরিণীর বেদনাহত দৃষ্টি
তীব্র আর্তনাদে গগন বিদারী প্রতিধ্বনি
কেউ নেই এই সৃষ্টি কূলে; সুদূরের মেঘালয়ে
চাপা পড়া তারার হাসি, মুছে দেয় গ্লানি;
প্রেমিকার হাত ধরে প্রেমিকের স্বপ্নবানী
আড়াল জুড়ে কামনার উল্কা ঝড়! চিবুক বেয়ে
গড়িয়ে পড়ে দু ফোটা অশ্রু!
একি শুধু স্বপ্ন?
শুধুই মোহাচ্ছন্ন ঘোর?
নাকি হৃদয় খসা আকুল ভালোবাসা!
নির্বাক হরিণীর চোখে চোখ রেখে
যার উত্তর খুঁজি আজো।…
নির্বাক হরিণীর চোখে চোখ রেখে
যার উত্তর খুঁজি আজো।…