মহাজনের গদি

318

ইহা এক মহাজনি দোকান
যেনো তেনো মহাজনি না
এখানে
আদর্শের তাকিয়া কে
পাপোশ বানাইয়া যতো খুশি পদদলিত করা হোক না কেন-
মহাজন সর্বদাই শির উঁচু করিয়া
খাড়াইয়া খাড়াইয়া মুত্র ত্যাগের অধিকার রাখেন!..
এবং কি অমৃত অমৃত জিকির তুলে
সেই মূত্র গিলে গিলে
যে কেউই হতে পারে হৃষ্টপুষ্ট!..
চোখের লাজ খুলে
বিবেকের বিচার ভুলে
চলছে
নেড়ী কুত্তার প্রকাশ্য সঙ্গম!
শত সহস্র নীতির মালা ছিন্ন করে
নির্বিচারে জন্ম নিচ্ছে বোধ শূণ্য প্রজন্ম…
যেভাবে
চোরে শুনেনা ধর্মের কাহিনী
যেভাবে
একে একে স্তব্ধ হচ্ছে পৃথিবীর সুষম ইতিহাস
স্তব্ধ হচ্ছে যাবতীয় নিয়ম-নখর
উত্তাপ বাড়ছে প্রখর রৌদ্রে
বুকে অনন্ত তিয়াস!…

আহা মহাজনি
যাহা
সময়ের সাথে তাল মিলিয়ে
দালালি ধর্ম মেনে মেখে চকচকে তৈলাক্ত তোষামোদ তৈরির নির্ভর যোগ্য কারখানা!
“পয়সা ফেকো
তামাশা দেখো’
নীতি তে লাভ লোকসান হিসাব করা হয়।
ইহা আমুদে প্রমুদে
লালু সালু
গোল আলু প্রকৃতির সকল তরকারির উপযোগ্য!
ইহা ব্যবহার কারীরা
দিনে দিনে
সারাদেশে যত্রতত্র
বুর্জোয়া বীজ অবিরাম যাচ্ছে বুনে…
যাতে
ক্ষণে ক্ষণে পয়দা হয় নিত্যনতুন ভোক্তা দাশ
তক্তার গায়ে তক্তা ঠেকিয়ে
যেমন করে বোনা হয় বৃক্ষের সর্বনাশ!..
জ্বী হুজুর
জ্বী হুজুর প্রীতির মদন মন্থনে
এইখানে গড়া হয় মাটির পুতুল
কড়ির জোরে
খুটি গেড়ে
উড়ানো ঘুড়ির লাটাই নিশ্চিন্তে বেধে রাখতে পারে
ঘুড়ি নড়িবে না এক চুল!..

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “মহাজনের গদি

  1. আহা মহাজনি
    যাহা
    সময়ের সাথে তাল মিলিয়ে
    দালালি ধর্ম মেনে মেখে চকচকে তৈলাক্ত তোষামোদ তৈরির নির্ভর যোগ্য কারখানা! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।