ভোর চলে যেতে যেতে রেখে যায় চড়ুইদের ধূলোবালি স্নান, শালিক সংসার, কাকেদের কনসার্ট, স্কুল বাস, চায়ের দোকানের উনুনের উপচে পড়া কয়লামাখা ধোঁয়া। এ সব কিছু পেরিয়ে এগিয়ে চলে রোদ পরতে পরতে, যত দূর দেখা যায়, তার থেকেও দূরে। পালিয়ে যেতে চায় মন সেখানে, যেখানে শীত শেষে বসন্ত দাঁড়িয়ে আছে। যেখানে উঠোন জুড়ে ঝরে পড়ে ঈশ্বরময় গন্ধ। পালিয়ে যেতে চায় মন সেখানে, যেখানে শৈশব জুড়ে বসে থাকে অকৃত্রিম ভালোবাসার ওম। আর এক আকাশ, কোটি কোটি টুকরো হয়ে ছড়িয়ে পড়ে রূপকথা। মন খুঁজে নেয় আনন্দ আর বেঁচে থাকার রসদ।
ততদিন বিষাদ ফিরে আসিস না তুই।
কোটি কোটি টুকরো হয়ে ছড়িয়ে পড়ে রূপকথা। মন খুঁজে নেয় আনন্দ আর বেঁচে থাকার রসদ। ততদিন বিষাদ ফিরে আসিস না তুই।
সুপ্রিয় কবি দি, অনেক অনেক শুভ কামনা…