ভাষা
রুধিরা স্রোতে
ভেসে যাওয়া প্রাচীন ভালবাসা!
মাতৃ জঠরে জন্মানো প্রাণের লিপিকা
নিঃশ্বাসে
প্রশ্বাসে
চেতনায়
আদর্শে
মিশে থাকা অনুপ্রাণন
অ আ ক খ…
অক্ষরের জঠরে অক্ষরের ধ্বনি!…
বুলবুলির বোলে
কোকিলের কুহু সুরে
মাতৃকার মাদল;
কে না জানে-
বাদল দিনে
ঝিরিঝিরি বরিষণে
টিনের ছালে
পাতায় পাতায় … গাছের শাখায় …
জেগে উঠে একটি আন্দোলন
মাতৃভাষা বাংলা চাই
তোমার ভাষা আমার ভাষা
বাংলা ভাষা বাংলা ভাষা…..
বন্দুকের নল থেকে
লৌহ মোড়ানো বুট থেকে
ফুলের কলি থেকে চিনিয়ে নেয়া দীর্ঘশ্বাস থেকে
ঝাঁকে ঝাঁকে মৌমাছি গুঞ্জন তোলে;
ভিন ভাষায়
প্রকাশ করা যায় না এমন সব আত্মনিনাদ
অবলীলায় রচিয়ে যায় মহাকাব্য
নির্ভিকতার অদম্য বীর
রফিক
সালাম
জব্বার
শফিক
পিতৃত্বের অধিকারে আসে একুশে গ্রন্থমেলায়
প্রতি বছর জন্ম দিয়ে যায় অসংখ্য কবি-র!
গভীর শ্রদ্ধায়
গভীর ভালবাসায়
লাখো ভাষাপ্রেমী মানুষ
স্রোতের মতো নেমে আসে
প্রভাতফেরিতে
কৃতজ্ঞচিত্তে, ফুলেল জলসায়
একুশ এলে
এভাবেই
ভাষারা সব ফুল হয়ে যায়।
.
ভাষারা সব ফুল হয়ে যায় // দাউদুল ইসলাম ২১/২/২৩
ফুলেল জলসায়
একুশ এলে
এভাবেই
ভাষারা সব ফুল হয়ে যায়।