শ্রমের আকাশে রোদ উড়ে

cho

আজ শ্রমিকদের ছুটি, কপালের ঘাম শুকোবে
আজ আকাশের নীলও রোদ্দুরে লুকোবে,
আজ শান্ত শহরের বুকে উড়বে রোদ্দুর,
কেবল কাঁপবে না শ্রমিকের বুক তৃষ্ণায় দুদ্দুর।

শ্রমিকের ঘাম শুকোনোর আগে দেয় না যারা মূল্য
তাদের মান সম্মান যেন উচ্ছিষ্টের তুল্য,
আজ মালিকের মুখে ফুটবে না খই
মালিকের অর্ডারের কাছে শ্রমিকের মূল্য কই।

রোদ্দুর কাঠফাটা, আকাশে নীলাভ আলো,
উঁচু বিল্ডিয়ে রড গাঁথতে শ্রমিকের ঘামে মুখ কালো
শ্রমের বিনিময়ে মিলবে যা কড়ি
শ্রমিকের পরিবারে সে হয় শান্তির বড়ি।

এই সুন্দর শহরের অলিগলি, ডাস্টবিন
দিন মজুর না থাকলে বাজতো না সুখ বীণ,
ঝাড়ুদার রোজ সকালে পরিচ্ছন্ন করে শহর
বহায় শহর জুড়ে শান্তির লহর।

এখানে আকাশ ছুঁয়ে শ্রমিক রোজ পুড়ে রোদে
তবুও কষ্টের ঘা লাগে না মালিকের বোধে
ঠকাতে চায়, দিতে দু’পয়সা কম,
শ্রমিক যা পায় নিয়ে বেয়, দেখে না মালিক
শ্রমিকের বুকের জখম।

(স্যামসাং এস নাইন প্লাস, চুনারুঘাট)

6 thoughts on “শ্রমের আকাশে রোদ উড়ে

  1. শ্রম দিবসের হাজার লাল স্যালুট জানাই কবি আপা

    ভাল থাকবেন——–

    1. ধন্যবাদ লিটন ভাই

  2. কষ্টের ঘা লাগে না মালিকের বোধে
    ঠকাতে চায়, দিতে দু’পয়সা কম,
    শ্রমিক যা পায় নিয়ে বেয়, দেখে না মালিক
    শ্রমিকের বুকের জখম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. মেহনতী মানুষের জয় হোক, এই কামনা করি। ভালো থাকবেন প্রিয় কবি।

    1. :) থ্যাংকস এ লট। ভালো থাকুন

মন্তব্য প্রধান বন্ধ আছে।