দীর্ঘ অনিদ্রার পর ঘুমাতে যাই
কাঙ্ক্ষিত নিদ্রার কোলে ঢলে পড়লে
আমিও পেয়ে যাই নির্ভার গমন
জ্যোৎস্না…. জল… নদী
ডুবসাঁতারে পৌঁছে যাই অতলে
সুরম্য প্রাসাদে
ডুবেই থাকি আরেকবার না পাই যদি!…
4 thoughts on “নিদ্রা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
দীর্ঘ অনিদ্রার পর ঘুমাতে যাই
কাঙ্ক্ষিত নিদ্রার কোলে ঢলে পড়লে
আমিও পেয়ে যাই নির্ভার গমন
জ্যোৎস্না…. জল… নদী
ডুবসাঁতারে পৌঁছে যাই অতলে
সুরম্য প্রাসাদে
ডুবেই থাকি আরেকবার না পাই যদি!…
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ডুবসাঁতারে পৌঁছে যাই অতলে
সুরম্য প্রাসাদে
ডুবেই থাকি আরেকবার না পাই যদি 1!
আসসালামু আলাইকুম স্যার
আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বেশ ভাবনাময়
ভাবুন প্রিয় কবি
ভাবনা হোক আনন্দময় ❤️❤️