দাঁড়িয়েছো বৃষ্টিতে, অথচ ভিজে যাচ্ছো না

যারা পেয়ে যায় আন্তর্জাতিক প্রবেশাধিকার শুধু তারাই বলতে পারে আমার
কোনো দেশ নেই। পৃথিবী স্বদেশ আমার- এমন উচ্চারণে কাব্যপংক্তিমালায়
কন্ঠ মিলায় কবিও। আর প্রকৃতই উদ্বাস্তু যারা, তারা একটুকরো ভিটের স্বপ্ন
দেখে কাটিয়ে দেয় ভিনগ্রহের জীবন। মার্কিনী নীল পাসপোর্ট পাবার পর যাদের
জন্য উঠে গেছে সিংহভাগ রাষ্ট্র সীমান্তের ব্যারিকেড, তারা বলতেই পারে তাদের
নাম বিশ্বনাগরিকের খাতায়। উড়ে যেতে পারছে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে।
এক দেশ থেকে অন্য দেশে-ভিসাপত্রহীন।এসব দৃশ্যবিন্দু দেখতে দেখতে যে তুমি
বৃষ্টিতে দাঁড়িয়েছিলে- আমি দেখছি, ঠিক সেখানেই দাঁড়িয়ে আছো। অথচ ভিজে
যাচ্ছো না। বর্ষণকন্যারা ছুঁতে পারছে না তোমার আঙুল। তোমার চিবুকে,
চুম্বনরেখা এঁকে দিতে পারছে না কোনো বজ্রপুত্র। আর সমান্তরাল বৃষ্টির ছায়াগুলো
ঝরে পড়ছে, পৃথিবীর সব মানুষের উপর।

1 thought on “দাঁড়িয়েছো বৃষ্টিতে, অথচ ভিজে যাচ্ছো না

  1. এসব দৃশ্যবিন্দু দেখতে দেখতে যে তুমি
    বৃষ্টিতে দাঁড়িয়েছিলে- আমি দেখছি, ঠিক সেখানেই দাঁড়িয়ে আছো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।