আমাদের চৌহদ্দি ঘিরে আছে বিষধর সরিসৃপ
ক্ষুধার্ত শকুনেরা জোটবদ্ধ হামলে পড়ার আয়োজনে! নীরবে ধুকছে সমস্ত নন্দন কানন
ধুলির আস্তরে চাপা পড়েছে শিল্পের মনন- দর্পণে
মানুষে অমানুষে একাকার শ্রমণ মাতাল সমীরণে!
তালে – বেতালে বাজছে পতনের দামামা, অনল
গরলে নাচছে ব্যঙ্গমা, বাতাসে নড়ে ধর্মের কল।
1 thought on “ধর্মের কল”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ধুলির আস্তরে চাপা পড়েছে শিল্পের মনন- দর্পণে
মানুষে অমানুষে একাকার শ্রমণ মাতাল সমীরণে!