সহ ব্লগারেরা এসো…..

out.-3d

বাংলা ব্লগের প্রাণ
নির্মোহ ভালোবাসার অনির্বাণ পুরুষ
আজাদ কাশ্মীর জামান!
প্রেরণা ও প্রেমে নিজেকে করেছেন উন্নত শিরস্ত্রাণ!..

নিভু নিভু প্রোফাইল ছবিতে আছেন আবু সাঈদ আহম্মেদ,
যদিও তিনি শব্দের কারিগর….
কথা সাহিত্যের প্রখর সূর্য
কাজে নিবিষ্ট মন, মানবিক এক তূর্য!

ব্লগ দুনিয়ার আশীর্বাদ তার নাম জামান আরশাদ।
দারুণ মমতাবান আর রয়েছে প্রাজ্ঞ জ্ঞান।

সবার প্রিয় আপা লুবনা মুক্তি, অদম্য প্রেরণা
যিনি- আসলেই এক অনন্য শক্তি
শ্রদ্ধা সম্মানে ভক্তিমান!

স্থির শিল্পের যাদুকর ব্লগগুরু জিয়া রায়হান
নিবিষ্ট ধ্যানে ক্যামেরায় ডুবে যান অহর্নিশ
ছবিতা আর কবিতায় দক্ষ হাতে চলেন সমান।

ব্লগবাড়ির গোড়াপত্তনে যার কর্ম শৈলী নিপুন হস্ত,
দুরন্ত দুর্নিবার সাইক্লোন শিবলীর মর্ম রয়েছে বিন্যস্ত!…

ধ্যানে জ্ঞানে করেছেন সন্ধি
প্রিয় কবি ফকির আবদুল মালেক
নান্দনিক স্ফূরণে বুনেছেন
‘একাকিত্বের জবানবন্দি ‘!..

মননশীল কবিতা রচনায় যার কথা না বললেই নয়
নতুন নতুন কবিতায় রোজ নিজেকে দেয় জানান
ভুতু সোনার কারিগর কবি চারু মান্নান! চারু মান্নান

অসাধারণ মানুষ আমাদের জাকির হোসেন
আবৃত্তি আর মননশীলতায় এখনো সবাইকে ভালোবাসেন।

ভোমরার গুনগুনানিতে শব্দ কুড়ান
কথা সাহিত্যের খালিদ ওমর, নক্ষত্রের গোধূলির বয়ানে আচ্ছন্ন করে রাখতেন সমগ্র আসর।

চট্টগ্রামের রত্ন আ স ম এরশাদ
যত্ন করে পূরণ করতেন
সহব্লগারদের সাধ আহ্লাদ।

গল্প ও রান্না
রান্নার গল্পে রুচির বন্যা বইতো শাহদাত উদরাজী ভাইয়ের চমৎকার সৃজনে
পোস্ট পড়লেই ক্ষুধা পেতো পেটে লাগতো চিনচিনে..

ছবি নামে কবিতার প্রেমে অবিরাম হেঁটেছেন
কাজী ফাতেমা ছবি,
ঝলমলে লেখার আলোয়
আসলেই এক জ্যোতির্ময়ী কবি।

প্রান্তিক কবি প্রিয় এসকে দোয়েল
সাজাতেন গদ্য প্রীতি –
আত্মিক অর্থেই সত্যিকার সাধক তেঁতুলিয়ার বাতি!…

তেলের মতো নিজেকে জ্বালিয়ে আলো দিতো সৈয়দ মাজহারুল ইসলাম রুবেল- কবিতা আর গল্লে বইতো আনন্দধারা, চিত্তাকর্ষক উদ্বেল!..

আরো কত গুনীমান্যি
কত ফুল ও নক্ষত্রের কোলাহল
আমাদের ব্লগবাড়ি হতো মুখরিত, ঐকান্তিক উজ্জ্বল!..

নগন্য আমি
অতি ক্ষুদ্র!.. হত দরিদ্র গাঁও গেরামের মানুষ
শুদ্ধ অশুদ্ধ কত কি লিখি – সেদিকে থাকেনা হুঁশ!
ডাকছি তোমাদের
সহ ব্লগারেরা এসো-
আত্মার নন্দনে বসো..
জানি ভালবাসো… তবুও
মনের সনে মনের সাক্ষাতে মিষ্টি করে হেসো!….

সহ ব্লগারেরা এসো….. দাউদুল ইসলাম
২৭/৬/২৩

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “সহ ব্লগারেরা এসো…..

  1. সহ ব্লগারেরা এসো-
    আত্মার নন্দনে বসো..
    জানি ভালবাসো… তবুও
    মনের সনে মনের সাক্ষাতে মিষ্টি করে হেসো! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ধ্যানে জ্ঞানে করেছেন সন্ধি
    প্রিয় কবি ফকির আবদুল মালেক
    নান্দনিক স্ফূরণে বুনেছেন
    ‘একাকিত্বের জবানবন্দি ‘!..

মন্তব্য প্রধান বন্ধ আছে।