এখনকার শীতের রোদ
পাকা টমেটোর মত কালারফুল জানেনতো,
সকালে জানালাটা খুলতেই হির হির করে
দাঁত কেলিয়ে ঢুকে পড়ছিলো বেড রুমে।
সেই রোদকেই ধরতে গিয়েছিলাম-
রোদটা ক্রমশঃ সরে সরে যাচ্ছিলো।
আমার পোষা পাখির মতই
ঘরে ঢুকে আয়নাবাজি করে,
প্রতিবিম্ব ছড়ায় ড্রেসিং টেবিলে,
ঘরের ডাইনিং এ ওঠে,
দেয়ালে ওঠে,
আমি তাকে শত্রু ভেবে ধরতে যাই
কিন্ত রোদটা ধাতেছটার ফাঁকে অভিমানী
রোদ চলে যেতে থাকলে সাবলিল ধাঁচেরচিত হয় গণদূপুর।
রোদকে যতই ধরতে যাই
রোদটা ক্রমশঃ সরে যেতেই থাকে।
অতঃপর যে যার মত পৃথক হয়ে গেলাম।
রোদ আর আমি।
লেখাঃ ২/১২/১৭ইং
আমি তাকে শত্রু ভেবে ধরতে যাই
কিন্ত রোদটা ধাতেছটার ফাঁকে অভিমানী
রোদ চলে যেতে থাকলে সাবলিল ধাঁচেরচিত হয় গণদূপুর।———
কবিতার জন্য শুভেচ্ছা জানবেন কবি। সুন্দর লিখেছেন।
কবিতার জন্য শুভেচ্ছা জানাই কবি।
“রোদকে যতই ধরতে যাই
রোদটা ক্রমশঃ সরে যেতেই থাকে।”
শুভেচ্ছা জানবেন কবি সেই সাথে অনেক শুভ কামনা।
ভালো লাগল ভাই
ধন্যবাদ সকলকে।