সময়ের বড়ো তাড়া চাহে না পিছু ফিরে।
দোর্দন্ড প্রতাপে করছে শাসন চারপাশ ঘিরে।
সেচ্ছায় অনিচ্ছায় আজ্ঞাবহ তার।
ভালো কি মন্দ বিচার বুদ্ধি যার যার।
আবর্তনে রেখেছে ব্যস্ত, চন্দ্র, সূর্য, তারা।
রোদ, বৃষ্টি মেঘ সমুদ্রের স্রোতধারা।
ব্যস্ততা আছে উদয় অস্তে, ব্যস্ততা আছে সৃষ্টিতে।
ব্যস্ততা আছে বিহঙ্ঘকুলে, ব্যস্ততা আছে জলজ প্রাণীতে।
যথা সময়েই মেলে দিতে হয় প্রজ্ঞার বিস্তার।
অসময় অবহেলার খেসারত থেকে নেই নিস্তার।
দৃঢ় চেতনা, দৃঢ় চিত্তেরই পরিচায়ক।
দৃঢ় পদক্ষেপই জয়ের লক্ষ্যে সহায়ক।
সঠিক পথে আগে বাড়া জন আছে উচুঁ শিরে।
ভুলের মাশুল সুধতে সময় কোন মূল্যে না ফিরে।
যুগের চাকায় অভিজ্ঞতার মশাল ঘুরে হাত থেকে হাতে।
হারানো অতীত থেকে শিক্ষা হয় নিতে।
সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটছে সবাই নিয়তই।
কালের যোগ বিয়োগের ফলাফলই জীবনের নিয়তি।
2 thoughts on “সময়”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সময় এর কবিতা পড়লাম আপা। সুন্দর লিখন।
শুভেচ্ছা এবং শুভ সকাল।
সালাম শুভ সকাল