পৃথিবী যেনো এক বনসাই লাউ
লাউ বনে গিয়ে দেখি কিছু বেঢপা লাউ
আমাকে ঈঙ্গিত করে শিস দিচ্ছে
আমি ফিরে ফিরে লাউয়ের শরীর দেখি
শরীর বেয়ে ধেয়ে ধেয়ে আসছে পৃথিবীর মতো জটিলতা
লাউটা বৃত্তাকার-
প্রত্যেকটি লাউ যেনো একেকটি পৃথিবী
পৃথিবীর মতো গোল বলে তাকে গ্লোবাল ভাবি
নিজস্ব স্বকিয়তা নিয়ে লাউ
দিনে দিনে
ধীরে ধীরে
বড় হতে হতে একদিন ঠিকই পৃথিবীময়
আমি এবং কিছু ঝোপঝাড়
বিকেলের নিকটে এই লাউবনের ব্যাখ্যা শুনাতে শুনাতে
পৃথিবীটা কখন বনসাই লাউ হয়ে গেলো
টেরই পাইনি-
পরিচ্ছন্ন এবং সুন্দর কবিতা উপহার। বাহ্।
ভালোবাসা
চমৎকার উপস্থাপন, ভীষণ ভালো লাগলো
ভালোবাসা
অন্যের লিখায় পাঠক না হওয়া অথবা নিজের লিখায় মন্তব্যের উত্তর না দিলে আমার মনে হয় পাঠক সংখ্যা কমে যায়।
শুভ সকাল কবি।