বোকা

এইতো সেদিন।
তাহাদ আলী উঠিয়ে নিয়ে গেল আয়েশাকে।
লোকটি কবি, ভালোবাসতো আয়েশাকে। খুব বেশি। প্রতিবাদ করেছিল, উঠান জুড়ে তোলপাড় করছিল। তাহাদ আলীর কলার চেপে ধরেছিল। একটা প্রচন্ড থাপ্পরে উল্টে গিয়েছিল। পারে নি তার আয়েশাকে নিজের করে রাখতে।
থানা পুলিশ হলো। আয়েশা কেস নয় শুধু, আরও। ডজন খানেক।
আয়েশার চিঠি। লোকটিকে। সে আমাকে সামাজিক মর্যদা দিয়েছে। বিয়ে করেছে। আমাকে ভুলে যাও।
ভুলা যায়? এসব অবিচার! দিন দিন আরও অনেক। থানা পুলিশ, সমাজ। কেউ না।
অতঃপর মুখ থুবরে পড়ে থাকা, মাটিতেই। আয়েশা নির্বাক।
লোকটা বারবার বলছে, এখানে কোন ক্রশফায়ার হয়নি। তাহাদ আলীকে খুন করা হয়েছে।

লোকটি কবি ছিল, একটু পাগলামি ছিল, এতটা বোকা ছিল কেউ জানত না।

8 thoughts on “বোকা

  1. ”লোকটি কবি ছিল, একটু পাগলামি ছিল, এতটা বোকা ছিল কেউ জানত না।”

    কবিতা এবং ছোটগল্প দু’য়ের বৈশিষ্ট্যই অণুগল্পে বিদ্ব্যমান থাকে। চমৎকার হয়েছে লিখা! শুভেচ্ছা জানবেন দীলখুশ মিঞা। লাল গোলাপের শুভেচ্ছা…

    1. দীলখুশ মিঞার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      হাই হ্যালো।
      কবিরা অনুগল্প লেখার চেষ্টা।করতে পারেন।
      আপনার ভালো হোক।

    1. হাই হ্যালো।

      আমার লেখা এই লাইনটা এত ভাল লাগল!

      আমি আনন্দিত।

      ধন্যবাদ।

  2. অণুগল্পেও আপনি ভালো করবেন বিশ্বাস করি। ধন্যবাদ মি. দীলখুশ মিঞা।

    1. ভাল করলে আপনি পীর সাব
      না হলে গাছের পাকা গাব।

মন্তব্য প্রধান বন্ধ আছে।