ভুলভাল যাই দেখি
আমিও তো দেখি
সামনের ওই সব
আসল না মেকি?
ঠিকঠাক যাই শিখি
আমিও তো শিখি
আয়নায় তাই ফেলে
নিজেকেই লিখি।
দেখাদেখি যাই করি
আমিও তো করি
পেছনে আমিও আছি
তোমাকেই ধরি।
মুখোমুখি যাই ভাবি
আমিও তো ভাবি
রাঙিয়ে আকাশ রঙ
পাই স্বপ্ন চাবি।
ভুলভাল যাই দেখি
আমিও তো দেখি
সামনের ওই সব
আসল না মেকি?
ঠিকঠাক যাই শিখি
আমিও তো শিখি
আয়নায় তাই ফেলে
নিজেকেই লিখি।
দেখাদেখি যাই করি
আমিও তো করি
পেছনে আমিও আছি
তোমাকেই ধরি।
মুখোমুখি যাই ভাবি
আমিও তো ভাবি
রাঙিয়ে আকাশ রঙ
পাই স্বপ্ন চাবি।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ভালো লাগলো দাদা ভাই।
ধন্যবাদ
সুস্বাগতম প্রিয় কবি।

ধন্যবাদ
ধন্যবাদ
বাহ্বা বাহ্বা কেয়াবাত্!
ধন্যবাদ