রূপক

দিনের শুরু দিনের শেষ
দিন বদলের থাকবে রেশ,
আমিও যে হব মতভেদ
রোজকার এই ঝরবে মেদ।

ভাবছো মনে দিনান্তে ওই
হাসছে দেখি সূর্যটা;
মেঘের ছায়ায় বসে খুঁজি
পাল্টে যাওয়া স্বপ্নটা।
দিনের আলোয় রঙের ছবি
রাতে যে হয় অভিরূপ;
মল্লভূমে তারই আদল
খুশির শান্তি অপরূপ।

8 thoughts on “রূপক

  1. দিনের শুরু দিনের শেষ
    দিন বদলের থাকবে রেশ- এজন্যই জীবনে এতো ভেরিয়েশন, এজন্যই আনন্দময়।

    ভালো লাগলো কবিতা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।