প্রাণের রবি

বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে এক বাঙালি জাতি
যাদের আছে রবীন্দ্রনাথ জ্বালিয়ে ভাবের বাতি
ধনী গরীব পণ্ডিত মূর্খ সবার প্রাণের রবি
সবার জন্য সাজিয়ে গেছেন ভাবের ডালি সবই।
সুখে দুঃখে হাসি কান্নায় সব সময়ের সাথি
হারিয়ে যাওয়া পায় যে ফিরে কাটিয়ে ভগ্ন রাতি।
আমার কথা আমার মত তোমার কথা তোমার যত
সবই তারই ভাব আঙিনায় করেছে খেলা অবিরত।

ভাবের তিনি যুগ স্রষ্টা সব জীবনের বাঁধন হারা
সবার হৃদে গড়ে গেছেন অনন্তের ঐ গ্রহ তারা।
বিশ্ব প্রাণের সেই সীমানায় আছে ভাবের তপন
যেমন আছে পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ।

11 thoughts on “প্রাণের রবি

  1. বিশ্ব কবির প্রতি আপনার মাধ্যমে জানাই শ্রদ্ধাঞ্জলি। নমস্কার কবি দা।

  2. 'বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে এক বাঙালি জাতি
    যাদের আছে রবীন্দ্রনাথ জ্বালিয়ে ভাবের বাতি।' __ সর্বৈব সত্য বলেছেন প্রিয় কবি। :)

  3. রবি'কে যত আলাপই হোক কম হয়ে যাবে। আপনার প্রচেষ্টা প্রসংশনীয়।

  4. রবি'কে নিয়ে যত আলাপই হোক কম হয়ে যাবে। আপনার প্রচেষ্টা প্রসংশনীয়।

  5. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে বিনম্র শ্রদ্ধা। সাথে লেখককেও অজস্র ধন্যবাদ। 

  6. * সনেটের ঢঙ্গে বেশ পরিপাটী উপস্থাপনা…

    শুভরাত্রি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।