আমার ভাল আমি কি চাই? তাহলে আমি কেন মদ খাই? বিড়ি সিগারেট খৈনি গুটখা খাই? এগুলো খেলে কি কি অসুবিধা হয় তা আমি জানি। আমরা সবাই জানি। তাও খাই। আবার না খেলে কোন অসুবিধা হয় না এটাও জানি।
আবার এই নেশার জিনিস খেলে পরবর্তীতে যে যে অসুবিধা হতে পারে সেসবই এসব না খেলেও হতে পারে এই দোহাই দিয়ে আমি খাই। আমি অসুবিধায় পড়ি। আমাকে বাঁচাতে এসবের গায়ে সর্তকবাণী অন্যকে (সরকারকে) লিখতে হয়। smoking is injurious to health. তামাক ক্যান্সারের কারণ।
আমার ভাল আমি চাই বলে এইসব নেশা করে যে অসুবিধায় পড়ি, অসুস্থ হয়ে পড়ি তাতে বাড়ির লোককে, পাশের বাড়ির লোককে, আত্মীয়কে আমি অসুবিধায় ফেলি।
আমার ভাল আমি চাই বলে আমি হেলমেট না পরে মোটর সাইকেল চালাই। সিটবেল্ট না লাগিয়ে গাড়ি চালাই। কানে হেডফোন গুঁজে রাস্তা পারাপার হই। আমাকে বাঁচাতে অন্যকে (সরকারকে) আইন প্রনয়ন করতে হয়। Safe drive Save life.
আমার ভাল আমি চাই বলে ছাত্র জীবনে আর একটু ভাল করে পড়ি নি? পড়ায় ফাঁকি দিয়েছি। আমার ক্যারিয়ার তৈরি করতে অন্যকে (আমার বাবা মা শিক্ষক পাড়া প্রতিবেশী) বার বার বলতে হয় ‘পড়, পড়। বাবা পড়’। যেখানে শুধু আর একটু বেশি পড়লেই কাজ হয়, আর একটু বেশি পড়া অভ্যাস করলেই জীবনে অনেক কিছু সহজেই পাওয়া যায় সেখানে না পড়ে বা পড়ায় ফাঁকি দিয়ে আজ আমি যেখানে পৌঁছেছি তার জন্য প্রশাসনকে দোষ দিই ‘আমাকে কেন কোন কাজ দিল না’?
কাজের জায়গায় কম কাজ করে ফাঁকি দিয়ে বেশি মুনাফা আশা করেছি। আমার ভাল আমি চাই বলে অন্যকে হরদম ঠকানো শিখে গেছি। অন্য আবার অন্যকে এবং আমাকে লাগাতার ঠকায়। কেন না সেও ‘আমার ভাল আমি চাই’ ভালই শিখে গেছে।
তার মানে কি? তার মানে আমার ভাল আমি চাই না। যদি ‘আমার ভাল আমি চাই’ও কিন্তু তাকে বাঁধন দিয়ে ধরে রাখতে পারি না। কি করে যেন তার মধ্যে অনৈতিক ঢুকে পড়ে। সে অযাচিত জীবনে পা রাখে। পরচর্চা থেকে পরকীয়ায় মাথা গলিয়ে ফেলে।
তাই আমার ভাল আমার চাওয়ার জন্য অন্যের স্নেহময়, আইনানুগ, সম্পর্কের ঘেরাঢোপ দরকার। যাতে আমি অনৈতিক কিছু করে ফেললে কেউ যেন বাধা দেয় – না। তুমি এটা ঠিক করছো না।
অযাচিত কোন কিছুর দিকে আমি হাত বাড়ালে কেউ যেন আমার সেই হাত চেপে ধরে – এটা তুমি করতে পারো না। তোমাকে এর কৈফিয়ৎ দিতেই হবে।
পরচর্চা পরকীয়াতে সে যেন মর্যাদা হয়ে দাঁড়ায় – প্লিজ, আমাদের কথা অন্তত একবার ভাবো। প্লিজ।
তখনই আমার ভালো আমি চাইতে পারব।
তাই আমার ভালোর জন্য আমাকেই এদের মর্যাদা দিতে হবে।
শ্রদ্ধার পরিপূর্ণ মর্যাদা বাবা মাকে দিতে হবে। কথা শুনতে হবে।
অযাচিত কোন কিছুর দিকে হাত বাড়ালে কেউ যেন আমার সেই হাত চেপে ধরে – এটা তুমি করতে পারো না। এর কৈফিয়ৎ দিতেই হবে। শ্রদ্ধার পরিপূর্ণ মর্যাদা বাবা মাকে দিতে হবে। তাঁদের কথা শুনতে হবে।
আন্তরিক ধন্যবাদ
ভাল থাকবেন
আমার ভাল আমি চাই? জ্বী আমার ভাল আমি চাই।
ভালো লাগে আপনার পোস্ট বেরা দা।
জেনে ভাল লাগল।
অসংখ্য ধন্যবাদ জানাই। ভাল থাকবেন।
শিক্ষা আর মানবিকতা যদি মগজে ঠিক মতো কাজ না করে তাহলে সমস্যা বাঁধবে।
তার জন্য শিক্ষকের শিক্ষা দেওয়া খুব জরুরী। ভাল থাকবেন ।
আমার ভাল আমি চাই। এটাই গুরুত্বপূর্ণ।
এই ভাবনাটাই খুবই গুরুত্বপূর্ণ।
সন্তানের জন্য বাবা মা হচ্ছেন সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ শিক্ষক।
এটাই সবচেয়ে বড় সত্যি। অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
ধন্যবাদ
ভাল থাকবেন
আমাদের ভালো চাই।
নিশ্চয়ই চাই। ভাল থাকবেন।