আমি কথা বলে যাই,
কথা বলে যাই সেই কিষানীর জন্যে
যার তাগড়া স্বামী ফেরেনি আর যুদ্ধক্ষেত্র থেকে
রাজাকার আর যুদ্ধশত্রুরা যাকে নরক ভ্রমনে নিয়েছিল
আমি কথা বলি শুধু অধিকারটুকু তার ফেরত দিতে।
কথা বলে যাই, সেই বৃদ্ধের জন্যে
পেনশনের টাকা তুলতে যিনি বন্ধক দিয়েছেন স্ত্রী’র চুড়ি
জোয়ান ছেলেরা চাকরীর দুয়ারে মাথা পেতে কাঁদে
অনুঢ়া কন্যার দায়ভারে যিনি আত্মহত্যার কথা ভাবেন
আমি কথা বলি শুধু তার প্রাপ্য ফেরত দিতে।
আমি কথা বলে যাই সেই মাদকসেবীর জন্যে
যার সবুজ বয়স কচকচ খেয়ে নিচ্ছে চোরাকারবারী দল
দেশের নানা ছিদ্রপথে ওদের জন্যে আসছে মৃত্যু
ভুলকে ভুল বলে ভাববার আগেই যারা তারুন্য হারায়
আমি কথা বলি তাকে ফেরাবার দায়ভারে।
আমি কথা বলি দড়িতে কিংবা কাঁটাতারে ঝুলন্ত মেয়েটির জন্যে
কথা বলি গৃহবধু নিরপরাধিনীর জন্যে
আমি তোমার জন্যেও অনেক কথা বলে যাই
কেননা তুমিই সেই ভাগ্যহত কৃষক, যার ঘামের নেই দাম
আমি শুধু অধিকারটুকু ঠিকভাবে পাইয়ে দিতেই কথা বলি এত।
আপনার লিখা আমার কাছে সব সময়ই প্রিয়।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু তুবা। ধন্যবাদ।
ধন্যবাদ বন্ধু।
তুবা আজের কবিতা অন্যরকম লাগল
কিছুটা আলাদা তো বটেই কবি।
ধন্যবাদ।
কাউকে না কাউকে তো কথা বলতেই হবে।
কেননা তুমিই সেই ভাগ্যহত কৃষক, যার ঘামের নেই দাম
আমি শুধু অধিকারটুকু ঠিকভাবে পাইয়ে দিতেই কথা বলি এত।
আপনাকে বলতেই হবে আরও দৃঢ় উচ্চারণে।
তারপর একদিন আপনার কথায় জেগে উঠুক প্রতিবাদী জনতা। যদি খুজে দেখেন আমাকে পাবেন তাদের দলে। জয় হোক আপনার।
জয় হোক আপনারও কবি ফকির আবদুল মালেক ভাই।
ভীষণ ভালো লাগলো
ধন্যবাদ কবি রিয়া।
আমি কথা বলি দড়িতে কিংবা কাঁটাতারে ঝুলন্ত মেয়েটির জন্যে
কথা বলি গৃহবধু নিরপরাধিনীর জন্যে
আমি তোমার জন্যেও অনেক কথা বলে যাই
কেননা তুমিই সেই ভাগ্যহত কৃষক, যার ঘামের নেই দাম
আমি শুধু অধিকারটুকু ঠিকভাবে পাইয়ে দিতেই কথা বলি এত।
ধন্যবাদ কবি গল্পকার মামুন ভাই।
ইচ্ছে করে এ দেশ ছেড়ে পালিয়ে যাই
পালাবেন কেন ভাই। স্বর্গ সুখ তো নিজের দেশেই।
মাদক শুধু একটা জীবনকেই ধ্বংস করে না, ধ্বংস করে দেয় তাঁর পরিবার সহ গোটা জাতিকে । মাদককে না বলুন, মাদকমুক্ত দেশ গড়ুন!
জীবন ধ্বংস করার অনেক পদ্ধতি বিদ্যমান আছে দেশে। তারপরও সচেতন মানুষও আছে দেশে। আমাদের ভরসা সচেতন মানুষরাই। নইলে সমাজ থাকতো না। আসুন দেশ গড়ি। আমাদের সবচে বড় কর্তব্য এটাই। ধন্যবাদ দাদা।
সুন্দর ভাবনা ……
ধন্যবাদ ভাই।
একজন কবি'র কথা পড়লাম
ধন্যবাদ জাহিদ অনিক।
অসাধারণ উপলব্ধির আহবান কবি।
ধন্যবাদ কবি সুমন ভাই।
ভালোবাসা কবি বোন শাকিলা তুবা।
ধন্যবাদ কবি সৌমিত্র।
শুভেচ্ছা কবি আপা।
ধন্যবাদ আপা।
ধন্যবাদ।
ভাল ভাবনা
ভালো কবিতা
আপনাকে ধন্যবাদ কবি।
চমৎকার, সমসাময়িক এখনকার এই সভ্যতায়, তাদের পক্ষে কথা বলার জন্য সত্যি কাউকে প্রয়োজন।
আপনার মন্তব্য আমার ভালো লাগে কবি আদেল পারভেজ।