দ্বিতীয় পর্বের স্বাধীনতা

বাংলা দেশের স্বাধীনতার গল্পটা কিন্তু সবাই জানে,
তবুও সবাই ভুলে যায়, বার বার ভুলে যায় গল্পটা।

কোটি মানুষের মুখের ভাষা স্তব্ধ করতে
কায়েদ-ই-আজমের শব্ধ সন্ত্রাস.
মৌলিক গণতন্ত্রের মোড়কে ছিনতাই স্বাধীনতা!
তখনো সরকার সমর্থক কিছু বুদ্ধিজীবী, কিছু মিডিয়া,
তারস্বরে বলেছিলো বাহ বাহ্ একেইতো বলে গণতন্ত্র
যেন সাক্ষাৎ ‘অফ দা পিপল, ফর দা পিপল বাই দা পিপল’!
মৌলিক গণতন্ত্রের আদলে রুদ্ধশ্বাস শাসন,
ছদ্মবেশী স্বৈরাচারের শিকল ভাঙতে
দেশের সবুজ মাঠে,নগরে বন্দরেই ছিল কিন্তু প্রস্তুত,
স্বাধীনতার ডাকে পাগলপারা নির্ভিক জনগণ।
নেতা জেলবন্দি, অন্যরা পলাতক
তবু স্বাধীনতার সূর্য উঠেছিল তাদের বুকের লাল আকাশ চিড়ে।

স্বাধীনতার সাতচল্লিশ বছর পরে আজও
দেশে ব্যক্তি স্বাধীনতা ছিনতাইকরি শাসক শ্রেণীর গলায়,
মৌলিক গণতন্ত্রের গতবাধা গান !
সবাই দেখতেই পাচ্ছে প্রকাশ্য,নগ্ন পক্ষপাতিত্ব করছে
ইসি, সরকার ও প্রশাসন যন্ত্র ।
তবু কেউ কেউ আগের মতোই বলছে
কি চমৎকার গণতন্ত্র, বহুদলীয় নির্বাচনের আমেজ দেশে !
এর মধ্যে কেউ দলদাস, কেউ দলবাজ,
কেউ ব্যাংক লুটেরা দস্যু,কেউ কৃপাপ্রার্থী,
কেউ আসলেই ভীত র্যাব,পুলিশ,হেলমেট বাহিনীর !
দশ বছরের সীমাহীন অত্যাচারে মুমূর্ষু
কারো কারো কাছ থেকে এই চিন্তা অভাবিত নয় ।

কিন্তু প্রায় অর্ধশতক আগে গর্জে ওঠা
সেই নির্ভিক জনগণ ও তার উত্তরাধিকার,
আজো আছে দেশের ধুলো জড়ানো মাঠে,ঘাটে,শহরে ও বন্দরে।
বাক,ব্যক্তি স্বাধীনতা আর ভোট অধিকার রক্ষার
এবার পৌষের যুদ্ধে,
তারা যদি গর্জে উঠে আরেক বার?

6 thoughts on “দ্বিতীয় পর্বের স্বাধীনতা

  1. "বাক, ব্যক্তি স্বাধীনতা আর ভোট অধিকার রক্ষার
    এবার পৌষের যুদ্ধে,
    তারা যদি গর্জে উঠে আরেক বার?"

    ___ আমরা আমাদের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার ফিরে পেতে চাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. মুরুব্বী,
      অনেক ধন্যবাদ । হ্যা, এই ছোট দেশটাতে ক্ষমতার হানাহানি আর দেখতে ইচ্ছে করে না । যদি কোনো সকালে শুনতাম দেশে একটা গণতান্ত্রিক শাসন স্থায়ী হয়ে গেছে ! সেই আশায় আশায় কাটাই প্রবাসের দিনগুলো । 

  2. দ্বিতীয় পর্বের স্বাধীনতা জানলাম কবি খন্দকার দা। সুখি হোক বাংলাদেশ।

  3. আজো আছে দেশের ধুলো জড়ানো মাঠে, ঘাটে, শহরে ও বন্দরে। থাকুক চিরকাল।

  4. সৌমিত্র দা, 
    হ্যা এই মানুষগুলোই দেশের ভরসা । 
    গ্রীষ্ম বর্ষা আর শীতের সব বাধা পেরিয়ে এই মানুষগুলোই নিজেদের ঘাম আর সময়ে দেশটা বাঁচিয়ে রেখেছে।  এরাই যদি আবার দ্বিতীয় স্বাধীনতার সূর্যটা আবার আনতে পারে।অনেক ধন্যবাদ মন্তব্যে ।
     

মন্তব্য প্রধান বন্ধ আছে।