সত্য কথা যতই হোক
শিকারীর বান।
অকাট্য যুক্তি যতই অপ্রিয় হোক
জ্বলবে অনির্বান।
ধুলি ধুসরিত মণি মানিক্য
সাগরের নোনা জলে,
অহরিত হয় যৎকিঞ্চিত
সাধনার জালে।
সাধনার ধন কুক্ষিত নয়
বিলাবে আজলা ভরি।
হর্ষ ধ্বনি তুলবে সবাই
তোমায় স্মরণ করি।
4 thoughts on “সাধনা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সাধনার ধন কুক্ষিত নয়

বিলাবে আজলা ভরি।
হর্ষ ধ্বনি তুলবে সবাই
তোমায় স্মরণ করি।
আল্লাহ সর্ব শক্তিমান। সালাম জানবেন আপা।
আল্লাহ সর্ব শক্তিমান।
সালাম