একজন নিশাদ এর সকল পোস্ট

শুভ জন্মদিন প্রিয় আজাদ কাশ্মীর জামান

আজ আমাদের প্রিয় মুরুব্বীর জন্মদিন। শব্দনীড় একটি পরিবার আর এ পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে মুরুব্বীর জন্য রইল অফুরান শুভকামনা।

বৃষ্টি ও উষ্ণতা

একটি বৃষ্টিস্নাত রাত্রিরে
মুখোমুখি আমরা।

বৃষ্টির শব্দে
মিলিত ভায়োলিন,
শীতল কার্পেটে মোড়া
বারান্দার ফুল।

ইটের দেয়াল-
মখমলের বিছানায়
হেলান দিয়ে দাঁড়ানো
চতুর কামনা।

মৃদুপায়ে
হেটে আসা
শিরশিরে বাতাসে
ধোঁয়াটে কফির বিকল্পে পাওয়া একটি নিখাদ চুম্বন।

অসম বিনিময়

কিছু তারার গল্প শুনিয়েছিল নাবিক,
নববিবাহিতা নারীর নাকফুলের মতন
চিকচিকে তারাগুলোর প্রতিদিন নতুন করে
আকাশটাকে সাজানোর গল্প।

একটি আলোর গল্প শুনিয়েছিল নাবিক,
বহুদিন অপেক্ষার পর
বৃত্তের দিকে তাকিয়ে গোগ্রাসে গিলে ফেলা সফেদ আলোয়
মনের ক্ষুধা মেটানোর গল্প

মেঘের গল্প, পাখির গল্প, জলের গল্প।

এবার নাবিক এলে আমি একটি গল্প শোনাবো,
হেলান দেয়া গাছটিকে প্রিয়তমা ভাবার গল্প।

কবিতা পর্ব

কবিতা পর্ব


হেটে যাচ্ছি নির্বিকার আহত বেকারের মত,
যেখানে কিছুটা সময় আমাকে থামতে বলা হয়েছিল,
বলা হয়েছিল
হাত ছড়িয়ে বৃষ্টিতে ভেজার কথা
আঁচলে মুখ মুছে অপলক তাকিয়ে থাকার কথা
মমতায় ক্লান্ত হয়ে গা এলিয়ে দেয়ার কথা
আমৃত্যু ভুলে না যাবার কথা।

কথা রাখতে জানিনা বলে
এক নগর কাশবন ভালবাসা মাড়িয়ে আমি হেটে যাচ্ছি উদ্দেশহীন,
হেটে যাচ্ছি নির্বিকার আহত চাতকের মত।

২.
আপাতত বেশ কিছুদিন এভাবেই কাটুক,
রেশ থাকুক কুয়াশার
কাকগুলো ঘুমিয়ে থাকুক আপনালয়ে
স্বপ্নগুলো দীর্ঘায়িত হোক উষ্ণতায়
স্পষ্ট হোক বাঁচিয়ে রাখা ম্রিয়মাণ ক্ষত।

অতঃপর ধীরপায়ে
চিড়ফাটা বিমর্ষ বোধ ভোলাতে
আগুনের চিত্রকল্প বুকে নিয়ে আসুক অভিমানী ফাগুন,
আমাদের কোন তাড়া নেই।